মোঃ সাগর হোসেনঃ
দোয়ার মধ্য দিয়ে শুরু হলো মিরকাদিম পৌরসভার পশুর হাটের কার্যক্রম। মঙ্গলবার বিকেলে বাদ আসর পশুর হাটের হাসলী আদায় কেন্দ্রে দোয়ার মাধ্যমে পশুর হাটের কার্যক্রম শুরু হয়। এসময় মিরকাদিম পৌরসভার মেয়র হাজী আব্দুস সালাম, হাট ইজারাদার ও ইউপি সদস্য মোঃ জাহিদ হাসান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট গোলাম মাওলা তপন, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান শরীফ, পঞ্চসার ইউপি সদস্য মামুন হোসেন,
সাবেক মেম্বার শাহিন হোসেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগ মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি সোলেমান হোসেন সহ মিরকাদিম পৌরসভার কাউন্সিলরগণ, হাট পরিচালনা কমিটির সদস্য ও স্থানীয় গণমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া অনুষ্ঠানে কোরবানীর পশুর হাটটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া কামনা করা হয়। ইতোমধ্যে পশুর হাটে সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়াসহ বিভিন্ন জেলা থেকে ব্যাপারীরা আসছেন গরু নিয়ে। ঈদুল আযহাকে কেন্দ্র করে কোরবানীর পশুর হাটের সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে।
Leave a Reply