মোঃ সাগর হোসেনঃ
মঙ্গলবার সন্ধ্যায় মুন্সীগঞ্জ শহরের কেন্দ্রীয় জয়কালী মাতা মন্দিরে রথযাত্রা উৎসব উপলক্ষ্যে ৮ দিন ব্যাপী অনুষ্ঠানের পঞ্চম দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানটি বিভিন্ন জায়গা থেকে আসা ভক্তবৃন্দ উপভোগ করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমর কুমার ঘোষ, ঢাকা ইসকনের সদস্য গোপাল গোস্বামী দাস, কোষাধ্যক্ষ গৌর হরি দাস ব্র²চারী, মায়াপুর ইনস্টিটিউটের সহকারী পরিচালক তেজ গোন্দি দাস ব্র²চারী, অনন্ত বংশী ধারী দাস, শান্তি দাতা সংকীর্ত্তন দাস, লোচন বলরাম দাস, শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব কমিটির সভাপতি শ্রী রমেন কুমার বনিক, সাধারণ সম্পাদক ডাঃ তপন কুমার দাস, হরেকৃষ্ণ নামহট্টের সভাপতি বলরাম সঙ্কর্ষন দাস, ভিমসেন দাস, মথুরাপতি গোবিন্দ দাস, সর্বানন্দ শ্যাম দাস, অখিলেশ্বর দাস, মধুময় জগন্নাথ দাস, নিতাই প্রেমময় দাস, গৌরাঙ্গ দয়াসিন্ধু দাস, ভাগবত প্রেম দাস, ধীর চৈতন্য দাস, সুধির শ্যাম সুন্দর দাস, সুকান্ত দাস, বাপ্পি দাস, বিমল দাস সহ ঢাকা মন্দিরের ভক্তবৃন্দ।#
Leave a Reply