মোঃ সাগর হোসেনঃ
মুন্সীগঞ্জে নানা আয়োজনে যুব মহিলা লীগের ২০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বুধবার সকালে জেলা যুব মহিলা লীগের আয়োজনে শহরে এমপি মৃণাল কান্তি দাসের দলীয় কার্যালয়ে আলোচনা সভা, কেক কাটা ও দোয়ার আয়োজন করা হয়। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে শহরের প্রধান প্রধান সড়কে আনন্দ র্যালি বের করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।
জেলা মহিলা লীগের আহ্বায়ক মোর্শেদা বেগম লিপির সভাপতিত্বে এসময় জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি আল মাহমুদ বাবু, ফরিদা ইয়াসমিন সহ যুব মহিলা লীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply