মোঃ সাগর হোসেনঃ
জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের ৭ষ্ঠ দিনে বৃহস্পতিবার মুন্সীগঞ্জ শহরের কেন্দ্রীয় জয়কালীমাতা মন্দির প্রাঙ্গণে ইসকন নারায়ণগঞ্জ ও ইসকন মুন্সীগঞ্জের ভক্তবৃন্দের পরিবেশনার ভজন কীর্তন, বৌদিক নৃত্য ও নাটক পরিবেশিত হয়েছে। বাগমামুদালীপাড়া, ও মুন্সীগঞ্জ সদর শ্রী শ্রী হরেকৃষ্ণ নাম হট্ট সংঘের আয়োজনে অনুষ্ঠানের উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমর কুমার ঘোষ, শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব কমিটির সভাপতি শ্রী রমেন কুমার বনিক, সাধারণ সম্পাদক ডাঃ তপন কুমার দাস, হরেকৃষ্ণ নামহট্টের সভাপতি বলরাম সঙ্কর্ষন দাস, ভিমসেন দাস, মথুরাপতি গোবিন্দ দাস, সর্বানন্দ শ্যাম দাস, অখিলেশ্বর দাস, মধুময় জগন্নাথ দাস, নিতাই প্রেমময় দাস, গৌরাঙ্গ দয়াসিন্ধু দাস, ভাগবত প্রেম দাস, ধীর চৈতন্য দাস, সুধির শ্যাম সুন্দর দাস, সুকান্ত দাস, বাপ্পি দাস, বিমল দাস সহ ভক্তবৃন্দ।
Leave a Reply