স্টাফ রিপোর্টারঃ
মুন্সীগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পদ্মা নদীতে ভাংঙ্গন রোধে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার ইউনিয়নটির সরদারকান্দি পদ্মা নদীর তীরে বেলা সাড়ে ১০ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত ঘন্টাব্যাপি এ মানববন্ধনে প্রায় ৩ শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন। এরই মধ্যে বাংলাবাজার ইউনিয়নের সরদারকান্দি, শম্ভু হালদার কান্দি, মহেশপুর শান্তিনগরের রাস্তাঘাট ফসলি জমি বাড়িঘরসহ পদ্মা নদীতে বিলিন হয়ে গেছে বলে দাবী করেন তারা। বাংলাবাজার ও ভুত্তারচর ইসলামপুর গ্রাম নদী ভাঙ্গনের অপেক্ষায়।
বাংলাবাজার ইউনিয়নের সর্বস্তরের জনগনের আয়োজনে মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাবাজার ইউনিয়ন পরিযদের চেয়ারম্যান সোহরাব হোসেন পীর, বাংলাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসমাইল সরকার, সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সোহরাব হোসেন নান্নু, বাংলাবাজার ইউনিয়নের ১ নং ওয়ার্ড মেম্বার মোঃ সালাউদ্দিন খান, ২ নং ওয়ার্ড মেম্বার বিশ্বনাথ বাড়ৈ, বাংলাবাজার ইউনিয়ন যুবলীগের সভাপতি জাকির হোসেন মুন্সীসহ এলাকায় সর্বস্তরের মানুষ।
Leave a Reply