সিরাজদিখানে ‘৯২ ব্যাচের শিক্ষার্থীদের পুর্ণমিলনী
সালাহউদ্দিন সালমান :
নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশে সিরাজদিখান উপজেলার সৈয়দপুর আব্দুর রহমান উচ্চ বিদ্যাল এন্ড কলেজের ১৯৯২ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের বন্ধুত্বের বন্ধন স্মরনীয় করে রাখতে পুর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গনে কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। এর পর জাতীয় সংগীতও কেককেটে মুল অনুষ্ঠান শুরু হয় । দীর্ঘদিন পর প্রিয় বিদ্যালয়ের ক্যাম্পাসে প্রিয় বন্ধুকে কাছে পেয়ে উৎসবে মেতে উঠেনে প্রাক্তন শিক্ষার্থীরা ।
১৯৯২ সালের এসএসসি ব্যাচের প্রাক্তন ছাত্রছাত্রীরা একত্রিত হয়ে হারিয়ে যায় তারা পুরনো স্মৃতি,পুরনো দিনে । তাদের আবেগ স্মৃতি চারণ-আড্ডায় ছুঁয়ে যায় বিদ্যালয় প্রাঙ্গন । অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিতত ছিলে,স্কুলের সাবেক প্রধান শিক্ষক আক্তারুল আলম মাওলা,বর্তমান প্রধান শিক্ষক মিয়া ফরিদ উদ্দিন আহেমদ, সহকারী শিক্ষক বাবু সুনীল মজুমদার,অজিত কুমার,শহিদুল ইসলাম মল্লিক,আবু বক্কর প্রমুখ। পুর্নমিলনী অনুষ্ঠানে ৯২ ব্যাচের ৬০ জন শিক্ষার্থী উপস্থিত ছিল ।
Leave a Reply