মোঃ সাগর হোসেনঃ
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদ্য প্রয়াত সভাপতি নির্মল রঞ্জন গুহ’র সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছে কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতারা। শুক্রবার তার নিজ এলাকা দোহারে শ্রাদ্ধ অনুষ্ঠান শেষে তাঁর সমাধিতে এ শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন।
এসময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক অ্যাড. আফজাল হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃনাল কান্তি দাস, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ূয়া, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট মোল্লা মোঃ আবু কাওছার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু সহ নেতৃবৃন্দ।
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নেতৃত্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আরও শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিল সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply