স্টাফ রিপোর্টারঃ
মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের খাসকান্দি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। রবিবার রাতে মুন্সীগঞ্জ সদর থানায় ৫১ জনের বিরুদ্ধে ও অজ্ঞাতনামা ১০/১৫ জনকে আসামী করে মামলা দায়ের করেন হামলায় আহত রবিউল ইসলামের চাচাতো বোন মানসুরা বেগম। যার মামলা নং-২১, তারিখ-১৭/০৭/২০২২। মামলা দায়েরের পর সোমবার এজাহারভুক্ত ৩ আসামীকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, ছোট মোল্লাকান্দি এলাকার বাদশা খানেঁর ছেলে ফেরদৌস (২৮), একই এলাকার সৈয়দ খাঁর ছেলে রনি খাঁ (৩০) ও খাসকান্দি এলাকার রুহুল আমিন বেপারীর ছেলে খসরু বেপারী। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি মোঃ তারিকুজ্জামান। তিনি জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। এর আগে শনিবার ভোর পাঁচটার দিকে চরকেওয়ারের খাসকান্দি গ্রামে সংঘর্ষে ককটেল বিষ্ফোরণ, গুলি বর্ষণ ও বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটে। ঘটনায় দুইজন গুলিবিদ্ধ হয়। আহতরা হলেন, রবিউল ইসলাম (১৮), আসাদ বোবা (৪৫)। তাদের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় ঢাকায় রেফার্ড করা হয়। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।
Leave a Reply