মোঃ সাগর হোসেনঃ
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সদ্য প্রয়াত সভাপতি নির্মল রঞ্জন গুহের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সহযোগিতায় এ স্মরণ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ, ফ, ম বাহাউদ্দিন নাছিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস। স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এ,কে,এম আফজালুর রহমান বাবু’র সঞ্চালনায় এসময় আওয়ামী লীগ ও অংঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply