আজ ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ :

মুন্সীগঞ্জ ৯৪ ব্যাচের ঈদ পূনর্মিলনী

 

স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জ ৯৪ ব্যাচের ৬ থানার এডমিন ও মডারেটর ও বন্ধু বান্ধবী মিলিত হয়ে গজারিয়ায় ঈদ আড্ডা  ও পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার সকাল ১০ টায় ঢাকা চট্রগ্রাম মহাসড়কে সংলগ্ন মেঘনা ভিলেজ হলিডে রিসোর্ট মুন্সীগঞ্জ ৯৪ ব্যাচের বন্ধুদের উপস্থিতিতে দিন ব্যাপী ঈদ আড্ডায় দেশবরেণ্য শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠানে মেতে উঠে।

মুন্সীগঞ্জ ৯৪ ব্যাচের বন্ধু ও বান্ধবীদেরকে নিয়ে দুপুরে রাজস্ব খাবার আয়োজন শেষে বিকালে রেফেল ড্র  এর মধ্য দিয়ে মুন্সীগঞ্জ ৯৪ ব্যাচের পূনর্মিলনী অনুষ্ঠান সমাপ্তি ঘটে । মুন্সীগঞ্জ ৯৪ ব্যাচের ৬ থানার এডমিন ও মডারেটরদের মধ্যে উপস্থিত ছিলেন  এডমিন  মো: জসিম সিকদার , তপন কুমার সাহা , মো: দোলন খান , মো: শওকত খান , আক্তারুজ্জামান  সিকদার , সুমিত রঞ্জন মল্লিক, মডারেটর  সঞ্জয় বি ,মাছুম পারভেজ , সুলতান মাহমুদ , শরীফ হোসেন ভূঁইয়া , মো: আজগর আলী , ইসতি নেহাল পুতুল , সানজিদা।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ :