স্টাফ রিপোর্টারঃ
মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের খাসকান্দি গ্রামের রবিউলের (১৯) গুলিবিদ্ধ বাঁ পা’টি শেষ পর্যন্ত হাঁটুর নীচ থেকে কেটে ফেলতে হলো। সোমবার রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসকেরা অস্ত্রোপচার করে তাঁর ওই পা হাঁটুর কিছু নীচ থেকে কেটে বাদ দেন। রবিউলের পরিবার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত শনিবার (১৬ জুলাই) ভোর ৫ টার দিকে চরকেওয়ার ইউনিয়নের খাসকান্দি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র এ পক্ষের হামলায় দুইজন গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধরা হলেন, রবিউল ইসলাম (১৯) ও আসাদ বোবা (৪৫)। গুলিবিদ্ধ হওয়ার পর গুরুতর আহত দুইজনকে প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গুলিতে রবিউলের পায়ের মাংস উড়ে যায়। পরে ঢাকায় তাকে পাঠানোর পর থেকে তার পায়ে রক্ত চলাচল করতে পারছিলো না। বিভিন্ন হাসপাতালে যোগাযোগ করেও তার পা রেখে চিকিৎসা করা যাচ্ছিলো না। পরে রবিউলের অবস্থা বিবেচনায় তার পা কেটে বাদ দেওয়া হয়। রবিউলের পরিবার এমন নির্মম পরিস্থিতির জন্য দায়িদের শাস্তির দাবি করেছেন।
Leave a Reply