সভাপতি জুলহাস বেপারী, সম্পাদক সুলতান মোল্লা
স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ কৃষকলীগ লৌহজং উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সর্বসম্মতিক্রমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জুলহাস বেপারী সভাপতি ও মো. সুলতান মোল্লা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার উপজেলা কৃষকলীগের আয়োজনে বেলা সাড়ে ১১টায় উপজেলার কুমারভোগ ইউনিয়নের খড়িয়া মুক্তি সংঘের মাঠে এ সম্মেলন হয়। সম্মেলন শুরুর আগে অতিথিরা জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন। এতে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি।
সম্মেলন উদ্বোধন করেন জেলা কৃষকলীগের সভাপতি মহোসীন মাখন। উপজেলা কৃষকলীগের সভাপতি মো. জুলহাস বেপারীর সভাপতিত্বে ও উপজেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র পালের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন কৃষকলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীমা আক্তার খানম এমপি।
বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি শেখ মো. জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় সহ-সভাপতি মুহাম্মদ আবুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ওসমান গনী তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রশিদ শিকদার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জাকির হোসেন বেপারী, জেলা কৃষকলীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি এবি সিদ্দিক, সাধারণ সম্পাদক এইচ এম সাইফুল ইসলাম ফিরোজ, কুমারভোগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক সেলিম দেওয়ান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফেরদৌস আলম খান প্রমুখ।
সম্মেলনে ৭১ সদস্য বিশিষ্ট কমিটির শুধু সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। নেতৃবৃন্দ আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে উপজেলা কৃষকলীগের কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশ দেন।
Leave a Reply