-
- Uncategorized
- শোকের মাস ঘিরে এমপি মৃণাল কান্তি দাসের কর্মসূচি
- আপডেট : আগস্ট ১, ২০২২ at ৭:৪১ পূর্বাহ্ণ
- 10 বার পঠিত
স্টাফ রিপোর্টারঃ
শোকের মাসকে ঘিরে আগস্টের প্রথম প্রহর থেকে পুরো মাসের কর্মসূচি ঘোষণা করেছে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।
শোকের মাসের শুরু উপলক্ষে ৩১ জুলাই দিবাগত রাত ১২টা ১ মিনিটে মুন্সীগঞ্জ শহরের সুপার মার্কেট মুক্তিযুদ্ধ ভাষ্কর্য চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
একই সময়ে ১৫ আগস্টের শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করেন তিনি। এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন এমপি মৃণাল কান্তি দাস। পরে ১৫ আগস্ট বঙ্গবন্ধু সহ শহীদদের রুহের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। এসময় শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি মাহতাব উদ্দিন কল্লোল, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আল মাহমুদ বাবু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট গোলাম মাওলা তপন, পৌর কাউন্সিলর মকবুল হোসেন, নার্গিস আক্তার, পঞ্চসার ইউপি সদস্য জাহিদ হাসান, শ্রমিকলীগ নেতা আবুল কাশেম, সদর উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক হুমাইয়ারা আক্তার রিমা সহ নেতাকর্মীরা।
Leave a Reply