স্টাফ রিপোর্টারঃ
মুন্সীগঞ্জে শ্রী কৃষ্ণের জন্মষ্টমী ও দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের কেন্দ্রীয় জয়কালীমাতা মন্দির প্রাঙ্গণে এ সভা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমর কুমার ঘোষ। শ্রী শ্রী জয়কালীমাতা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাজল চ্যাটার্জীর সভাপতিত্বে ও খোকন পোদ্দারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ননী গোপাল হালদার, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অভিজিৎ দাস ববি।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জয়কালীমাতা মন্দির কমিটির কোষাধ্যক্ষ জহর লাল চৌধুরী, মিরকাদিম পৌর কমিটির সভাপতি রামচন্দ্র সাহা, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক বাসু দেব নাগ, সদস্য রঞ্জন কুমার সাহা, দপ্তর সম্পাদক স্বপন বিশ্বাস, সহ-সাংগঠনিক সম্পাদক টিটু চৌধুরী, মুন্সীগঞ্জ পৌর কমিটির সাধারণ সম্পাদক খোকন মজুমদার সহ পঞ্চসার, মিরকাদিম, বাংলাবাজার, বজ্রযোগিনী, রমজানবেগ, বিনোদপুর পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ। বক্তব্য রাখেন কেন্দ্রীয় জয়কালীমাতা মন্দির কমিটির প্রচার সম্পাদক মৃণাল চক্রবর্তী, বাগমামুদালীপাড়া মন্দির কমিটির সভাপতি দুলাল চন্দ্র মন্ডল, ভাষানচর খালাশি কান্দি দুর্গাপূজা কমিটির সাধারণ সম্পাদক বিমল সরকার, শিতলা মন্দির দুর্গাপূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক রিপন মল্লিক। এ সময় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আলোচনা করা হয়।
Leave a Reply