স্টাফ রিপোর্টারঃ
জন্মদিনে সাংস্কৃতিক কর্মীদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হলেন নৃত্য পরিচালক ও নৃত্য শিল্পী নুরুন্নবী মুন্না। রবিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে বিভিন্ন শিল্পী গোষ্ঠি ও সহকর্মীদের নিয়ে ৪২তম জন্মদিনের আনন্দ ভাগাভাগি করেন মুন্না। সাংস্কৃতিক কর্মীদের পদচারণায় জন্মদিনের আয়োজনটি মিলনমেলায় পরিণত হয়। এক আনন্দঘন পরিবেশে কেক কাটার মধ্যে দিয়ে তার জন্মদিন উদযাপন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি অ্যাডভোকেট সুজন হায়দার জনি, সাধারণ সম্পাদক সাব্বির হোসেন জাকির, জেলা শিল্পকলা একাডেমি নৃত্য প্রশিক্ষক সুমি আক্তার, সাংবাদিক সাগর হোসেন, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব নাজরিন সুলতানা, নৃত্য শিল্পী দিপ্তী, নায়ক আশিক চৌধুরী, বিএডিসির উপ-সহকারী প্রকৌশলী সোহান আহমেদ, ব্রাঞ্চ ম্যানেজার কবির হোসেন, অ্যাডভোকেট মোঃ ফিরোজ মিয়া, সম্মিলিত নৃত্য শিল্পী পরিষদের সহ-সভাপতি সুমি দাস, মোঃ আল আমিন, রুনা আক্তার ছোয়া, রাবেয়া বশ্রী মুন্নী, নাজমুল হোসেন প্রমুখ। কেক কাটার পর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Leave a Reply