স্টাফ রিপোর্টারঃ
মুন্সীগঞ্জে অভিযান চালিয়ে পিস্তল সহ রিফাত সারেং (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ। শনিবার রাতে ডিবি পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চসার ইউনিয়নের মিরেরশ্বর এলাকার শাহজাহানের বসত ঘরের ভিতর থেকে পিস্তলটি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত রিফাত সারেং মিরেরশ্বর এলাকার শাহজাহান সারেংয়ের ছেলে। বিষয়টি নিশ্চিত করে ডিবি পুলিশের ইন্সপেক্টর মোঃ আবুল কালাম আজাদ পিপিএম বলেন, পিস্তলটিতে মেইড ইন চায়না খোদাই করা ছিল। প্রকৃতপক্ষে এটি দেশিয়ভাবে তৈরী করা। আসামীর বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় এজাহার দায়ের করা হয়েছে। নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।
Leave a Reply