আজ ২০শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ :

মুন্সীগঞ্জে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে জাতীয় পার্টির বিক্ষোভ সমাবেশ

স্টাফ রিপোর্টারঃ
জ্বালানী তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে মুন্সীগঞ্জে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জেলা জাতীয় পার্টি আহবায়ক কমিটির নেতাকর্মীরা।
বুধবার  বেলা সাড়ে ১১ টার দিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন জেলা জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে নেতৃবৃন্দ। পরে শহরের প্রধান সড়ক পদক্ষিণ করে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে বিক্ষোভ মিছিলটি শেষ হয়। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, সরকার বিগত দিনে দফায় দফায় মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি করছে।

সর্বশেষ রাতারাতি জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করে দেশের মানুষকে মারাত্মক সংকটের মুখে ঠেলে দিয়েছেন। তেলের মূল্য বৃদ্ধির কারণে দেশের সব ধরনের সেবা আজ সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। বক্তারা অনতিবিলম্বে জ্বালানি তেলসহ সব প্রকার দ্রব্যমূল্যের দাম কমানোর আহবান জানিয়ে বলেন, অন্যথায় জাতীয় পার্টি জনগণকে সঙ্গে নিয়ে আগামী দিনে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তুলবে।
সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল বাতেন। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ্ব জয়নাল আবেদীন, মোঃ গোলাম কাদের, জেলা জাতীয় কমিটির আহবায়ক কমিটির সদস্য হাবিবুর রহমান সেলিম, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান (বাবুল).

মিরকাদিম কমিটির সভাপতি ইসমাইল হোসেন, জেলা কমিটির সদস্য আরিফুজ্জামান দিদার, মহিলা নেত্রী কাকলী আক্তার, জাতীয় যুব সংহতি মুন্সীগঞ্জ জেলার সভাপতি মোনায়েম হোসেন, জেলা আহŸায়ক কমিটির সদস্য জহিরুল ইসলাম নাঈম, গজারিয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি মুহাম্মদ হান্নান খান, আহŸায়ক কমিটির সদস্য মোঃ আফজাল হোসেন, মোঃ আজিজুল , মোঃ হারুন, মোঃ আরজু মোল্লা, হাসিনা বেগম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ :