স্টাফ রিপোর্টারঃ
মুন্সীগঞ্জে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ। ডিবি পুলিশের ইন্সপেক্টর মোঃ আবুল কালাম আজাদ পিপিএম বলেন, বুধবার রাতে সদর উপজেলার গোসাইবাগ এলাকার পান্না সিনেমা হলের সামনের রাস্তা থেকে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী পিয়ার আলী ও সোহেলকে গ্রেফতার করা হয়।
সোহেল হাটলক্ষীগঞ্জ এলাকার মৃত হযরত আলী শিকদারের ছেলে ও অপর আসামী পিয়ার আলী চর মিরেরশ্বরাই এলাকার মোহাম্মদ আলী মাদবরের ছেলে। পুলিশ জানায়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী পিয়ার আলী চরমুক্তারপুর এলাকা সহ পঞ্চসার ইউনিয়নের বিভিন্ন স্থানে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।
সিন্ডিকেটের মাধ্যমে এই মাদক ব্যবসা পরিচালনা করছে চক্রটি। আমাদের অভিযান অব্যহত রয়েছে যে কোহেনীপ লযা চক্রটির মূল হোতাসহ মাদক ব্যবসার জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে। অভিযুক্ত আসামীদের বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় এজাহার দায়ের করা হয়েছে। নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।
Leave a Reply