ষ্টাফ রিপোর্টারঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগস্ট নিহত তার পরিবারের সদস্যদের রূহের মাগফেরাত কামনা করে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধুকে নিয়ে উপস্থিত অতিথিদের আলোচনা শেষে উপজেলার ধীপুর ইউনিয়ন আওয়ামীলীগ স্থানীয় প্রান্তিত পর্যায়ের কৃৃষকদের মধ্যে উন্নত মানের ৬০০ প্যাকেট সবজি বীজ বিতরন করেন।
১২ আগস্ট শুক্রবার বিকেলে ধীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আঃ রাজ্জাক বেপারীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মামুন বেপারীর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক শেখ লুৎফর রহমান কৃষকদের মাঝে বীজ তুলে দেন। সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ নেতা বেলায়েত হোসেন লিটন মাঝি, উপজেলা আওয়ামী নেতা মানিক মিয়া বাচ্চু মাঝি, মীর্জা বাদশা শাহীন প্রমুখ। ধীপুর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মামুন বেপারী জানান, আমার আদর্শ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি তার খাদ্য তালিকায় সবজি খুব পছন্দ করতেন। তাছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোন জমি যেন অনাবাদি না থাকে সেই বিবেচনায় আমরা সবজি বিজ কৃষকদের দিয়েছি।
Leave a Reply