স্টাফ রিপোর্টারঃ
মুন্সীগঞ্জে অসহায় ও দুঃস্থদের জন্য ফ্রি সেটারডে চিকিৎসা সেবা প্রদান নামক এক কার্যক্রম শুরু করা হয়েছে। ১৯৭০ সালের জাতীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগের তৎকালীন কোষাধ্যক্ষ অধ্যাপক হামিদুর রহমান এবং মহান মুক্তিযুদ্ধের সাব-সেক্টর কমান্ডার সংসদ সদস্য ফ্লাইট লেঃ জামাল উদ্দিন চৌধুরী স্মরণে শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের পূর্বপার্শ্বে ফ্রি সেটারডে ক্লিনিকে প্রধান অতিথি হিসেবে এ সেবা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সভ্যতার আলো পত্রিকার সম্পাদক মীর নাসিরউদ্দিন উজ্জ্বল।
ফ্রি সেটারডে ক্লিনিকের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট আর্শেদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও অ্যাডভোকেট সিরাজুল ইসলাম পল্টুর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুন নাহার শিল্পী, ডাঃ মোঃ রফিকুল আনোয়ার (বাবুল), ডাঃ আবুল হাসান, ১ নং ওয়ার্ড কাউন্সিলর খায়রুল ইসলাম, অ্যাডভোকেট জানে আলম প্রিন্স, পেশকার কামরুর হাসান, পারভেজ খালাসি, মোশারফ মোল্লা, প্রশান্ত দাস, জামান শেখ, রাজু শেখ প্রমুখ। এখানে প্রতি শনিবার গরীব ও অসহায় মানুষদের বিনামূল্যে ঔষধ সহ যাবতীয় চিকিৎসা সেবা প্রদান করা হবে। উল্লেখ্য, মুক্তিযুদ্ধের সংগঠক অধ্যাপক হামিদুর রহমান ও ফ্লাইট লেঃ জামাল উদ্দিন চৌধুরীর স্মরণে ২০১৫ সালের ১৯ জুন এই “ফ্রি সেটারডে ক্লিনিক” এর উদ্বোধন করেন তৎকালীন জেলা প্রশাসক ও বর্তমান স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মোঃ সাইফুল হাসান বাদল।
Leave a Reply