মো. শওকত হোসেন:
মুন্সীগঞ্জের লৌহজংয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় শোক দিবস ও জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার (১৫ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা,মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
উপজেলার প্রশাসনের আয়োজনে নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল আউয়ালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ওসমান গণি তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) মো. ইলিয়াস শিকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম, লৌহজং থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল তায়াবীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা সাজেদা সরকার,মহিলা বিষয়ক কর্মকর্তা আরাধনা রানী কর্মকার, প্রমুখ।#
Leave a Reply