সিরাজদিখানে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালিত
সালাহউদ্দিন সালমান।
মুন্সীগঞ্জের সিরাজদিখানে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। সকাল ৯ টায় উপজেলা পরিষদ আঙিনা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আঙিনায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন শেষে সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধুর জীবন, দর্শন ও কর্ম” শীর্ষক আলোচনা সভা, পুরস্কার ও যুব ঋণ বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফুল আলম তানভীরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাহী.বি চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি হাজী মহিউদ্দিন আহম্মেদ, ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার তুহিন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তাসমিন আক্তার। এছাড়া আরো উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী আবু বক্কর সিদ্দিক, সাবেক সাধারণ সম্পাদক এস.এম সোহরাব হোসেন, থানার ওসি কে এম মিজানুল হক সহ আওয়ামী লীগ ও এর সহযোগী অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান,বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মচারী কর্মকর্তাগণ।
Leave a Reply