মোঃ সাগর হোসেনঃ
২০০৫ সালের ১৭ আগষ্ট বিএনপি জামাত জোট সরকারের শাসনামলে সংঘটিত দেশব্যাপি সিরিজ বোমা হামলার প্রতিবাদে মুন্সীগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ, যুব মহিলা লীগ, শ্রমিক লীগ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সহ অন্যান্য সামাজিক ও রাজনৈতিক সংগঠন।
বুধবার বিকেলে সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের নির্দেশে শহরের মুক্তিযোদ্ধা ভবনের সামনে থেকে হাজারো নেতাকর্মীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভকারীরা ওই ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ ও নিন্দা প্রকাশ করে স্লোগান দেয়।
জেলা কৃষকলীগের সভাপতি মহোসীন মাখনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন কল্লোল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট গোলাম মাওলা তপন, মিরকাদিম পৌরসভার মেয়র হাজী আব্দুস সালাম, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি হাজী জালালউদ্দিন রুমি রাজন, যুবলীগ নেতা আক্তারউজ্জামান রাজিব, শহর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মকবুল হোসেন, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান শরীফ, কেন্দ্রীয় ছাত্রলীগের আইন বিষয়ক উপ-সম্পাদক আপন দাস, কেন্দ্রীয় হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সহ-সম্পাদক বলরাম বাহাদুর, পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল মান্নান দর্পণ, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম পলাশ সহ কাউন্সিলর ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।
Leave a Reply