স্টাফ রিপোর্টারঃ
২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে শহরের ফ্রেন্ডস কিচেন এন্ড পার্টি প্যালেসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভার শুরুতে গ্রেনেড হামলায় নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এডভোকেট মৃণাল কান্তি দাস।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল-মাহমুদ বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ তাজুল ইসলাম পিন্টুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদক এডভোকেট সালমা হাই টুনি, কার্যকরী সদস্য নজরুল ইসলাম মুন্সী, উপ-ধর্ম বিষয়ক সম্পাদক শ্যামল গোস্বামী, ফয়সাল আহম্মেদ।
অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন কল্লোল, জেলা কৃষকলীগের সভাপতি মহোসীন মাখন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট গোলাম মাওলা তপন, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান শরীফ, শহর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মকবুল হোসেন, কাউন্সিলর নার্গিস আক্তার, কাউন্সিলর আব্দুর রহিম বাদশা, পাটাভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুন খান প্রমুখ। আলোচনা সভা শেষে ১৫ই আগস্ট ও ২১ আগস্টে শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
Leave a Reply