আ.লীগের শক্ত আবস্থান
সিরাজদিখানে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ পন্ড
সালাহউদ্দিন সালমান॥
বিদ্যুতের লোডশেডিং, জ্বালানী তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধগতি ও ভোলায় ছাত্রনেতা নুরে আলম ও আব্দুর রহিমকে হত্যার প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে শুক্রবার (২৬ আগস্ট) বিকাল ৩ টায় সিরাজদিখান উপজেলা বিএনপির পার্টি অফিসে বিক্ষোভ সমাবেশ হওয়ার কথা থাকলেও উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের শক্ত অবস্থানের কারণে বিএনপি তাদের বিক্ষোভ সমাবেশ করেন শেখর নগর ইউনিয়নে।
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে উক্ত সমাবেশ সফল করার লক্ষে স্ব স্ব ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দদেরকে বিকাল ৩ টায় সিরাজদিখান উপজেলা বিএনপির পার্টি অফিসে উপস্থিত থাকার জন্য নির্দেশ প্রদান করা হলেও বিএনপির পাটি অফিসের সামেনের রাস্তায় অবস্থান নেয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকমীরা।
বিকাল ৩টার দিকে উপজেলা বিএনপি উপজেলা কার্যালয়ে নেতাকর্মীরা জড়ো হতে থাকে কিন্তু ছাত্রলীগ,যুবলীগ ও স্বেচ্ছাসেব লীগের শক্ত অবস্থানের কারণে বিএনপির নেতাকর্মীরা সিরাজদিখান উপজেলা বিএনপির পার্টি অফিসে বিক্ষোভ সমাবেশ না করে বিকাল ৫ টার দিকে উপজেল বিএনপির আহবায়ক শেখ মো.আব্দুল্লাহর নিজ বাড়ী শেখরনগর গোপালপুর এলাকায় বিক্ষোভ সমাবেশ করেন।
এ বিষয়ে সিরাজদিখান বিএনপির আহবায়ক শেখ মো.আব্দুল্লাহ দৈনিক সভ্যতার আলোকে বলেন, বিকাল ৩ টায় সিরাজদিখান উপজেলা পার্টি অফিসে আমাদের বিক্ষোভ সমাবেশ করার কথা ছিল কিন্ত সকালে আমাদের পাশের উপজেলা শ্রীনগরে বিএনপির সুশৃঙ্খল সমাবেশে আওয়ামীলীগ অতর্কিতে হামলা করে সেখানে বিএনপির অনেক নেতাকর্মী আহত হয়েছে সে কথা চিন্তা করে এবং আমাদের পার্টি অফিস সহ সেখানকার জায়গায় আমাদের নেতাকর্মীদের জন্য পর্যাপ্ত হবে না বিধায় আমরা স্থান পরিবর্ত করেছি।আমাদের হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতে যদি কোন অনাকাক্সিক্ষত পরিস্থিতির সৃষ্টি হয় সেজন্য আমরা হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে শেখরনগর গোপালপুর এলাকায় বিক্ষোভ সমাবেশ করেছি।মোট কথা জনগনের জানমালের নিরাপত্তার কথা ভেবে আমরা বিক্ষোভ সমবাশেরে স্থান পরিবর্তন করি ।
এ বিষয় উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিয়ান আব্দুল্লাহ অনিক জানান, আমরা বিএনপির বিক্ষোভ সমাবেশে কোন বাধার সৃষ্ঠি করি নাই, বিএনপি জামায়েত যাতে বিক্ষোভ সমাবেশের নামে রাজপথে কোনো প্রকার নৈরাজ্য সৃষ্টি না করতে পারে সেই জন্য জনগণের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে আমারা রাজপথে অবস্থান নিয়েছিলাম।
Leave a Reply