আজ ২৭শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ :

সিরাজদিখানে হাজারো নেতাকর্মী নিয়ে বিএনপির বিক্ষেভ সমাবেশ অনুষ্ঠিত

সিরাজদিখানে হাজারো নেতাকর্মী নিয়ে বিএনপির বিক্ষেভ সমাবেশ অনুষ্ঠিত

সালাহউদ্দিন সালমান।
মুন্সীগঞ্জের সিরাজদিখানে সমাবেশ স্থল পরিবর্তন করে বিক্ষোব ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি। প্রথমে উপজেলা বিএনপির নিজস্ব পার্টি অফিসে সমাবেশ হওয়ার কথা থাকলেও উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উপস্থিতিতে সংঘর্ষ এড়াতে বিএনপির সমাবেশ স্থল পরিবর্তন করে এ বিক্ষেভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

শুক্রবার বিকেল সাড়ে ৪ টায় উপজেলার শেখরনগর ইউনিয়নের হযরতপুর গ্রামে উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ মোহাম্মদ আব্দুল্লাহর নিজ বাড়ীতে বিএনপির কেন্দ্রীয় কমিটির ঘোষিত গত ২২ আগষ্ট থেকে চলমান আন্দোলনকে ব্যগবান, বিদ্যুতের লোডশেডিং, জালানী তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধগতি ও ভোলায় ছাত্রনেতা নুরে আলম ও আব্দুর রহিমকে হত্যার প্রতিবাদে এ বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, আমাদের আজকে সিরাজদিখান পার্টি অফিসে সমাবেশ করার কথা ছিলো কিন্তু যায়গা সংকুলান ও শ্রীনগরে অনাকাঙ্ক্ষিত ঘটনার কারনে এখানে সমাবেশ টি করছি। সিরাজদিখানে কখনো এরকম হামলার ঘটনা ঘটেনি। এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতেই আমরা আমাদের সমাবেশ স্থল পরিবর্তন করেছি।এসময় উপজেলা বিএনপির সদস্য সচিব এম হায়দার আলী সহ উপজেলার সকল ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ :