মাহবুব আলম জয়: মুন্সীগঞ্জে মানবতার ও সাম্যের কবি,জাতীয় কবি কাজী নজরুল ইসলামেরর ৪৬ তম প্রয়াণ দিবস পালিত হয়েছে। অন্বেষণ বিক্রমপুরের আয়োজনে শনিবার রাত ৮ টায় মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে দিবসটি উপলক্ষে আলোচনা ও সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে অন্বেষণ বিক্রমপুরের সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বলের সভাপতিত্বে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ বিশিষ্ট শিক্ষক ও সংগঠক খালেদা খানম, সরকারী হরগঙ্গা কলেজের সহযোগী অধ্যাপক রাসেল কবির, সাংস্কৃতিক সংগঠক অভিজিৎ দাস ববি, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি এড. সুজন হায়দার জনি, সাবেক সভাপতি এড. শাহীন মো: আমানউল্লাহ, সংগঠক শ.ম কামাল, নাট্যকার ও সংগীত শিল্পী শিশির রহমান, নাট্যকার জাহাঙ্গীর আলম ঢালী, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রাসেল মাহমুদ, শিক্ষক আলী নাসিম, সংগীত শিল্পী মো: গোলাম মোস্তফা, অসিত চক্রবতী, শিল্পী মোখলেছা রহমান শান্তা, তুষার রায়,
মো: শেখ শামীম, অন্বেষণ বিক্রমপুরের সদস্য মো: ইউসুফ শেখ প্রমুখ।
আলোচনায় বক্তারা বলেন, নজরুলের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করে বলেন,
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার লেখনির মাধ্যমে আমাদের সাহিত্য, সংগীত ও সংস্কৃতিকে করেছেন সমৃদ্ধ। তার সাহিত্যকর্মে উচ্চারিত হয়েছে পরাধীনতা, সাম্প্রদায়িকতা ও সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামের বাণী। অসামান্য ও বহুমুখী প্রতিভার অধিকারী কবি নজরুল ছিলেন অসাম্প্রদায়িক ও জাতীয়তাবোধের মূর্ত প্রতীক।
Leave a Reply