স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মুন্সীগঞ্জ জেলা যুব রেড ক্রিসেন্ট ইউনিটের আওতাধীন লৌহজং সরকারি কলেজ যুব রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যকরী পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোসনা দেওয়া হয়েছে। গত রোববার তাহারাত রহমান নিহনকে দলনেতা এবং মো. জুবায়ের হোসেন ও মো. আমিন হোসাইনকে উপ-দলনেতা করে ৫৩ জন সদস্যর একটি কমিটি অনুমোদন দেয় মুন্সীগঞ্জ জেলা যুব রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান ফাহাদ আহমেদ।এদের মধ্যে গ্রুপ দলনেতা হলেন মো. ইমন হোসেন গ্রুপ-১ দলনেতা, মো. মুশফিকুর রহমান গ্রুপ-১ উপ-দলনেতা,অভি শেখ গ্রুপ-১ দলনেতা, মো. রাব্বি হোসেন গ্রুপ-২ উপ-দলনেতা, আইনুল ইসলাম তুহিন গ্রুপ-৩ দলনেতা,
রাফি সরদার গ্রুপ-৩ উপ দলনেতা, আসফিন মৃধা গ্রুপ-৪ দলনেতা. আবির দাস গ্রুপ-৪ উপ-দলনেতা, মো. তুহিন হাওলাদার গ্রুপ-৫ দলনেতা, বিকাশ মন্ডল গ্রুপ-৫ উপ-দলনেতা।
Leave a Reply