আজ ২৭শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ :

টঙ্গীবাড়িতে বৃদ্ধার জমি ভড়াটের পায়তারা সাবেক ইউপি সদস্যর

টঙ্গীবাড়ি প্রতিনিধি:
টঙ্গীবাড়িতে বৃদ্ধার জমি জোড় পূর্বক ভড়াটের পায়তারা করছেন ধীপুর ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য নুরইসলাম মাদবর। এমনটি অভিযোগ করেন জমির মালিক মজিবর রহমান (৭৬)। সে উপজেলার ধীপুর ইউনিয়নের মারিয়ালয় গ্রামের মৃত আনজু বেপারীর ছেলে। মজিবর বেপারী জানান- আমার আরএস রেকড ভুক্ত জমি জোড় পূর্বক ধীপুর ইউনিয়ের ভেলুয়া গ্রামের মৃত আফাজউদ্দিন মাদবরের ছেলে নুর ইসলাম মাদবর দুটি জাল দলিল বানিয়ে জমি দাবি করেন। পরে আমি ন্যায় বিচারের দাবীতে মুন্সীগঞ্জ বিজ্ঞ আদালতে একটি মামলা করি। বর্তমানে মামলাটি ট্রাইবুনালে চলমান রয়েছে। যাহার মামলা নং ১৬৯/১৮ইং। আদালতে মামলা চলাকালীন সময়ে নুর ইসলাম মাদবর তার সন্ত্রাসী বাহিনী দিয়ে আমার রেকডীয় সমপ্তি অবৈধ ড্রেজার বালু ব্যবসায়ীদের মাধ্যমে ভরাটের পায়তারা করছেন। স্থানিয় বাসিন্দা সালাম বেপারী জানান- আমরাতো সবসময়ই জানি এই জমির মালিক মজিবর বেপারী। এখন আবার লোকমুখে শুনি মজিবর বেপারীর জমি সাবেক ইউপি সদস্য নুর ইসলাম মাদবর জাল দলিল করে দাবী করেন।  সাবেক ইউপি সদস্য নুর ইসলাম মাদবর মুঠো ফোনে জানান জমির বিষয়ে আদালতে মামলা চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ :