স্টাফ রিপোর্টার:নীলফামারীর নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম এর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিকদের পরামর্শ মূলক বক্তব্যে নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, পুলিশ সুপার হিসেবে নয়, আমি আপনাদের সেবক হিসেবে কাজ করতে চাই। এতে আপনাদের সহযোগীতা প্রয়োজন। আমাদের পুলিশ প্রশাসনে কেউ যদি সাধারণ মানুষকে হয়রানী করে সেটা খুঁজে বের করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ সুপার হিসেবে আমার যে দায়িত্ব রয়েছে তা আমি শতভাগ ও স্বচ্ছতার সাথে পালন করবো। মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্ম সারোজার আপন, প্রেসক্লাবের সভাপতি তানিল হক কবি, সাধারন সম্পাদক হাসান রাব্বি প্রধান সহ অন্যান্য সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
Leave a Reply