আজ ২৭শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ :

মধ্যপাড়া ইউনিয়নে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু

মো. আমির হোসেন ঢালি:

মুন্সীগঞ্জের সিরাজদিখানে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল হক (৪৫) নামে এক দিনমজুর মারা গেছেন।

সোমবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের
উত্তর মধ্যপাড়া গ্রামের উত্তর দিঘির পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মৃত আব্দুল হক উত্তর মধ্যপাড়া গ্রামের মৃত সিদ্দিক তালুকদারের ছেলে।

খবরের সত‍্যতা নিশ্চিত করেছেন সিরাজদিখান ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মো. মনির। তিনি জানান, আমরা ৯৯৯ মাধ্যমে কল পেয়ে ঘটনাস্থলে এসে দেখি বিদ্যুতের খুঁটি সাথে গাছ কাটতে গিয়ে একজন বিদ্যুৎপৃষ্ট হয়ে গাছে ঝুলে আছে। আমরা নিহতের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছি।

সিরাজদিখান পুলিশ পরিদর্শক তদন্ত আজগর হোসেন দৈনিক সভ্যতার আলোকে বলেন, আব্দুল হক উত্তর মধ্যপাড়া গ্রামের উত্তর দিঘির পাড়া এলাকার কুদ্দুস শেখের
কড়ই গাছের ডাল কাটতে যান
এ সময় গাছের নিচে থাকা পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইন থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পুলিশ লাশের সুরতহাল করেছে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ :