মো. আমির হোসেন ঢালি:
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত আব্দুল হক তালুকদারের লাশের ময়নাতদন্ত শেষে পারিবারিক ভাবে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বাদ আসর জানাজা অনুষ্ঠিত হয়। পরে সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
উল্লেখ্য, গত সোমবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার উত্তর মধ্যপাড়া গ্রামের মৃত সিদ্দিক তালুকদারের ছেলে আব্দুল হক তালুকদার ওরফে পূনম একই ইউনিয়নের উত্তর মধ্যপাড়া গ্রামের উত্তর দিঘির পাড়া এলাকার কুদ্দুস শেখের কড়ই গাছের ডাল দিনমজুর হিসেবে কাটতে যান। এ সময় গাছের ডাল কাটার সময় নিচে থাকা পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইন থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছে ঝুলে ছিলেন।
৯৯৯ মাধ্যমে কল পেয়ে
সিরাজদিখান ফায়ার সার্ভিস এসে গাছ থেকে মৃত আব্দুল হক তালুকদারকে নামিয়ে আনেন এবং নিহতের লাশ পুলিশের কাছে হস্তান্তর করেন।
পুলিশ লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়ে দেন। একদিন পর ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করে।
Leave a Reply