স্টাফ রিপোর্টার: স্বাধীনতা সংগ্রামী শহীদ বাঘা যতীনের ১০৭তম মৃত্যুবার্ষিকী আজ। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শনিবার সকাল ১০টায় তার জন্মস্থান কুষ্টিয়ার কুমারখালীর কয়া গ্রামের কয়া মহাবিদ্যালয়ে ‘বাঘা যতীন থিয়েটার, কয়া’র সহযোগিতায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি কুমারখালী শাখা এক নাগরিক সমাবেশের আয়োজন করেছে। নাগরিক সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য প্রদান করবেন মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী দক্ষিণ এশীয় গণসম্মিলনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি লেখক সাংবাদিক শাহরিয়ার কবির। এতে
নির্মূল কমিটি কুমারখালীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ টি এম আবুল মনছুর মজনুর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য প্রদান করবেন নির্মূল কমিটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মানবাধিকার নেতা কাজী মুকুল, বাংলাদেশ আওয়ামী লীগ কুমারখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও কুমারখালী পৌরসভার মেয়র শামসুজ্জামান অরুণ, কুমারখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মণ্ডল, কুমারখালী নাগরিক পরিষদের সভাপতি আকরাম হোসেন, নির্মূল কমিটি কুমারখালীর সাধারণ সম্পাদক সমাজকর্মী মমতাজ বেগম, কয়া মহাবিদ্যালয়ের সভাপতি এডভোকেট নিজামুল হক চুন্নু, কয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ্ব মো: আলি হোসেন ও কয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হারুন-অর-রশীদ প্রমুখ।
Leave a Reply