আজ ২০শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ :

সভ্যতার আলো সপ্তম বর্ষে পদার্পণ

প্রাণের জাগরণে তুমি আলোর দিশারী,

উর্ধ্বশিরে তুমি বরেন্য

তুমি অজেয়, তুমি নব শতকের পাঞ্জেরী”

 

একবিংশ শতাব্দীর প্রারম্ভে মানবতা যখন জীর্ণতার আবরণে আচ্ছাদিত।অপ্রতিরোধ্য অপশক্তির আস্ফালনে সত্যের বাণী যখন নিরবে নিভৃতে ক্রন্দিত।নীতি নৈতিকতা উপেক্ষিত, সত্য সংবাদের দ্বার যখন রুদ্ধ।যখন চারিদিকে আধিপত্য বাদীদের দহরম মহরম। তখন “সভ্যতার আলো” গগনে  ছুটেছে অন্ধকারের গাঢ়তা ভেদ করে  ফুটন্ত হাসনা হেনা হয়ে।  সুবাস ছড়াতে ছড়াতে পথভোলা- এ জনপদের মানুষকে সুবাসি চন্দন পানে ডেকে বেড়ায় দেশীয় সংস্কৃতি বক্ষে আঁকড়ে ধরে। তাই তো আজ বলতে বাঁধা নেইৃ..

“উত্তাল তরঙ্গে তুমি বহমান তরী,

কন্টকাকীর্ণ পথ দিচ্ছ পাড়ি

তুমি সত্য সংবাদের কান্ডারী,

তুমি আলোর দিশারী।”

“উদয় অস্তের আবর্তনে,

জ্ঞানের প্রবল আকর্ষণে

প্রত্যহ পড়ি  তোমাকে”।

 

 

তোমার একজন শুভাকাঙ্ক্ষী

মুফতি সরওয়ার হোসাইন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ :