স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।গত রবিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ কমিটিতে সহ-সভাপতি হয়েছেন ত্যাগী ছাত্রনেতা রোকনউজ্জামান রোকন।
রোকনের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার সদর উপজেলায়। তিনি গত বছরের ২৬ অক্টোবর বিএনপির পার্টি অফিস থেকে গ্রেপ্তার হন। এরপর ১৭ নভেম্বর জামিন পেয়ে ১৯ নভেম্বর তিনি জেল থেকে মুক্তি পান। ক্লিন ইমেজের সাথে ছাত্র রাজনীতি করলেও বারবার পদবঞ্চিত হয়েছেন। এরপর দলের নেতারা ত্যাগী ছাত্রনেতা হিসেবে তাকে মূল্যায়ন করে কেন্দ্রিয় ছাত্রদলেকমিটির সহ-সভাপতি নির্বাচিত করেন বলে জানা যায়।
রোকনউজ্জামান রোকন বলেন, সাংগঠনিক প্রক্রিয়ার কারণে বর্তমান সময়ে ছাত্র সমাজ রাজনীতি থেকে বিমুখ হচ্ছে। ছাত্রদের ছাত্র রাজনীতিতে নিয়ে আসা এবং সুস্থ ধারার ছাত্র রাজনীতি করায় ই হচ্ছে আমার মূল লক্ষ্য।
Leave a Reply