আজ ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ :
মুন্সীগঞ্জে জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধক ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হয়। ছবি: সভ্যতার আলো।

মুন্সীগঞ্জে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধক ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু

 

স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জে প্রথমবারের মত  জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধক ভ্যাকসিন প্রদানের আনুষ্ঠানিক  উদ্বোধন হয়েছে। এ শুক্রবার বিকালে বেস্ট মেডিকেল সার্ভিস কম্পিউটারাইজড ডায়াগনস্টিক সেন্টারে ইনসেপটা ভ্যাকসিন লিমিটেডের উদ্যোগে এ কার্যক্রমের উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডা.  রুনা আখতার দোলা। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. আমিরুজ্জামান সুমন,ডা. এহসানউদ্দিন খান, ডা. সাদিয়া এমদাদ, ডা.উম্মে কুলসুম সম্পা,ডা. জুবায়ের ইসলাম, ইনসেপটা ভ্যাকসিন লিমিটেডের জোনাল ম্যানেজার.মো: শহিদুল ইসলাম, সিনিয়র এরিয়া ম্যানেজার মো: আনোয়ার হোসেন মিয়া, এরিয়া ম্যানেজার মো: মাসুদ রানা ভূইয়া,সাংবাদিক মাহবু আলম জয় প্রমুখ।

 

জানা যায়, জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধে ইনসেপ্টার নতুন ভ্যাকসিন ‘প্যাপিলোভ্যাক্স’ এক নতুন আশার সঞ্চার করেছে। এটি দেশের ওষুধ শিল্পে একটি গর্বের বিষয়। কেননা ‘প্যাপিলোভ্যাক্স’ দেশ থেকে জরায়ু মুখের ক্যান্সার নির্মূল করার পথ প্রশস্ত করবে। বাংলাদেশে এই প্রথমবারের মতো এমন একটি ভ্যাকসিন তৈরি হওয়ার এক নতুন উদ্দীপনাও তৈরি হয়েছে। এর মধ্যে মুন্সীগঞ্জে  বেস্ট মেডিকেল সার্ভিস কম্পিউটারাইজড ডায়াগনস্টিক সেন্টার প্রথম এ ভ্যাকসিন প্রদানের উদ্যোগে নিয়েছে।

মুন্সীগঞ্জে জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধক ভ্যাকসিন
প্রদান কার্যক্রম শুরু হয়। ছবি: সভ্যতার আলো।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ :