আজ ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ :

অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় সিরাজদিখানের ৩ বাংলাদেশি নিহত

অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় সিরাজদিখানের ৩ বাংলাদেশি নিহত

সালাহউদ্দিন সালমান
অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার (১৬ অক্টোবর) স্থানীয় সময় বিকেল ২ টা ৪৫ মিনিটে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় এ দুর্ঘটনা ঘটে।এছাড়া এ মর্মান্তিক দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন। সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন, শহীদুল ইসলাম, তার স্ত্রী রাজিয়া সুলতানা এবং তাদের ছোট ছেলে রনি। তাদের দেশের বাড়ি বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলার সিরাজিদিখান উপজেলা বালুচর ইউনিয়নের খাসমহল এলাকায়।নিহত শহিদুল ইসলাম (৬২) অবসরপ্রাপ্ত উপজেলা মৎস্য কর্মকর্তা। রাজিয়া সুলতানা (৫৫) প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। রনি পড়াশোনা করতেন। আহত ডক্টর আনোয়ার জাহিদ তাদের বড় সন্তান।নিহতদের আত্মীয়রা জানান, সম্প্রতি বড় ছেলের সঙ্গে দেখা করতে অস্ট্রেলিয়ায় আসেন তারা। ছুটির দিন ব্যক্তিগত গাড়ি নিয়ে ঘুরতে বের হন। দুর্ঘটনার সময় ড. আনোয়ার জাহিদ চালকের আসনে বসা ছিলেন। তাকে মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা সঙ্কটাপন্ন। তাকে আইসিউতে রাখা হয়েছে।এদিকে, গত কয়েক বছর ধরে অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মারা গেলেও একই সঙ্গে তিনজন বাংলাদেশির মৃত্যু এ প্রথম। এ মর্মান্তিক ঘটনায় অস্ট্রেলিয়ায় বাংলাদেশি প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।এবং দেশের বাড়ি সিরাজদিখান বালুচরে চলছে শোকের মাতম ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ :