স্টাফ রিপোর্টার: মিরকাদিমে তরুণ ফুটবলার প্রতিভা অন্বেষণে শুরু হচ্ছে।এটি শুরু করছে গ্রীণ ওয়েল ফেয়ার সেন্টার ফুটবল একাডেমির ট্রায়াল। জানা গেছে, বাংলাদেশ তৃতীয় বিভাগ ফুটবল লীগ শুরু হতে যাচ্ছে। তৃতীয় বিভাগ ফুটবল লীগের অংশ গ্রহনকারী দল গ্রীন ওয়েল ফেয়ার সেন্টার ক্লাব।এতে খেলোয়াড় সংগ্রহ অভিযান চলছে। ক্রিড়া সংগঠক মো: মনিরুজ্জামান শরীফ বলেন, তৃতীয় বিভাগ ফুটবল লীগ এ গ্রীণ ওয়েল সেন্টার ক্লাবের পক্ষে অনুর্ধ্ব ১৭ বয়সের কোন খেলোয়াড় যদি অংশ করতে চায় (ট্রায়াল অর্থাৎ বাছাই খেলোয়ার করা হবে) আগামী ২৫ অক্টোবর সকাল ৯টায় জন্ম নিবন্ধন ( ডিজিটাল) সনদের ফটোকপি নিয়ে রিকাবী বাজার গ্রীণ ওয়েল ফেয়ার সেন্টার ক্লাবের মাঠে উপস্থিত থাকতে অনুরোধ করা হচ্ছে।
ফাইল ছবি।সভ্যতার আলো
Leave a Reply