টঙ্গীবাড়ি প্রতিনিধি:
টঙ্গীবাড়িতে ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা প্রশাসন। বুধবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সভাকক্ষে এই সংবাদ সম্মেলনের অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ রাসেদুজ্জামান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে, মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের দিকনির্দেশনাথ প্রযুক্তিবান্ধব নানা উদ্ভাবন ও সেবা তৈরির মাধ্যমে ইতোমধ্যে ডিজিটাল বাংলাদেশ কার্যক্রম বাস্তবায়ন সম্ভব হয়েছে। উন্নয়নের অগ্রযাত্রায় ২০৩০ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশকে টেকসই লক্ষ্যমাত্রা অর্জনে মডেল এসডিজি রাষ্ট্র এবং ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ সরকার উদ্যোগ গ্রহণ করেছেন। প্রতিনিয়ত প্রযুক্তির উন্নয়নের সাথে নিজেদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বিশ্ব দরবারে প্রযুক্তির ক্ষেত্রে নেতৃত্ব প্রদানে কার্যক্রম গ্রহণ করা হয়েছে। প্রযুক্তি বাস্তব নানা উদ্ভাবনের মাধ্যমে নাগরিক জীবনকে আরো সহজ, সমৃদ্ধ এবং স্মার্ট করে গড়ে তুলতে সারাদেশের উদ্ভাবকদের উদ্ভাবনী সক্ষমতা দেশের প্রয়োজনে কাজে লাগাতে ‘‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ” স্লোগান নিয়ে দেশ ব্যাপি আয়োজন করা হচ্ছে ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২। তারই ধারাবাহিকতায় উপজেলা প্রশাসন ১৭ নভেম্বর, ২০২২ রোজ বৃহস্পতিবার উপজেলা পরিষদ প্রাণে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা আয়োজন করা হয়েছে। ২০৪১ সালের মধ্যেয়ে উন্নত বাংলাদেশ গঠনে স্থানীয় উদ্ভাবন উপস্থাপন, উদ্ভাবনী সংস্কৃতি তৈরি, সময়- খরচ- যাতায়াত কমিয়ে জনগণের দোরগোড়ায়ে সেবা পৌঁছে দেওয়াসহ অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক উদ্ভাবনের মাধ্যমে আগামীর লক্ষ্যমাত্রা অর্জন করা সহজ হবে। স্থানীয় উদ্ভাবকদের উদ্ভাবন প্রদর্শন, স্টার্টআপ প্রদর্শন এবং জাতীয় ভাবে বাস্তবায়নযোগ্য উদ্ভাবন নির্বাচন করা হবে। ডিজিটাল সেবা প্রদানকারী সংস্থাসমূহকে মেলায় যুক্তকরণ এবং প্রাঙ্গন হতে সেবা প্রদান করার ব্যবস্থা করা হবে। সরকারি বেসরকারি যত ধরণের সেবার আবেদন অনলাইনে করার সুযোগ তার সবগুলো প্যাভিলিয়ন থেকে করার সুযোগ রাখা হবে। এসময় সেখানে উপস্থিত ছিলেন-সহকারি কমিশনার (ভূমি) রেজওয়ানা আফরিন, রির্পোটার্স ইউনিটি সভাপতি ফিরোজ আলম বিপ্লব, টঙ্গীবাড়ি প্রেসক্লাব সহ-সভাপতি ফরমান দেওয়ান, শেখ সোহাগ, সাধারণ সম্পাদক আবু বাক্কার মাঝি, যুগ-সাধারণ সম্পাদক এবাদুল হাসান, সাংগঠনিক সম্পাদক সামসুদ্দিন তুহিন, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম, কোষাধ্যক্ষ মো: মাসুম, প্রচার-প্রকাশনা সম্পাদক অনিক শেখ, সাংবাদিক ফাহাদ মোল্লা, হুসাইন হাওলাদা।
Leave a Reply