স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বুধবার সকালে ইউআইসিডিপি প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে উপজেলা অংশীজনদের জন্য উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন বিষয়ক রিভিউ কর্মশালা এবং ফলো-আপ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এতে প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল।এতে স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোঃ এনামুল আহসানের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লোকাল গভর্ন্যাস অ্যাডভাইজার ও সাবেক অতিরিক্ত সচিব
মোঃ আকরাম হোসেন, সিনিয়র কনসালটেন্ট ড. মোঃ মোবাশ্বের মোনেম, সিনিয়র কনসালটেন্ট এম খায়রুল কবির প্রমুখ। এ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলার সকল উপজেলার উপজেলা চেয়ারম্যানবৃন্দ, উপজেলা ভাইস চেয়ারম্যানবৃন্দ, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, উপজেলা প্রকৌশলীগণ এবং উপজেলা পর্যায়ের দুইজন করে মনোনীত কর্মকর্তা। কর্মশালাটি সঞ্চালন স্থানীয় সরকার শাখার সহকারী পরিচালক তাহমিনা আক্তার এবং সার্বিক সহযোগিতা প্রদান করেন ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর এলজিএসপি-৩ এর কর্মকর্তা মোবাশ্বের হোসেন খন্দকার ও রাজিব হাসান প্রমুখ।
Leave a Reply