মো. আমির হোসেন ঢালি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঝিকুট শিক্ষা বৃত্তি পরীক্ষা ২০২২ এর ফলাফল প্রকাশ হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১টায় ঝিকুট
সিরাজদিখান পরিষদর কার্যালয়ে
আনুষ্ঠানিকভাবে বৃত্তি পরীক্ষার
ফলাফল প্রকাশ করা হয়।
বৃত্তি পরীক্ষায় ৩ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। মেধা ক্রম অনুসারে ৫০ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়।
উল্লখ্য
গত শনিবার ঝিকুট শিক্ষা বৃত্তি পরীক্ষা ২০২২ সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত উপজেলার লতব্দী মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সিরাজদিখান উপজেলার ১৪ টি ইউনিয়নের শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্য থেকে মেধা ক্রম অনুসারে ৫০ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়।
ঝিকুট শিক্ষা বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিকুট কেন্দ্রীয় পরিষদের সদস্য সিফাত উল্লাহ, বাধন খান, রাসেদ মিয়া, সিরাজদিখান পরিষদের আহবায়ক রাজু মোল্লা প্রমুখ।
ঝিকুট নেতৃবৃন্দ জানান, বৃত্তি প্রাপ্ত ৫০ জনকে অনুষ্ঠান করে অনুষ্ঠানিকভাবে নগদ অর্থ, সম্মাননা ক্রেস্ট, ও অন্যান্য শিক্ষা উপকরণ প্রদান করা হবে।
Leave a Reply