সালাহউদ্দিন সালমান।
সাহিত্য ব্যক্তিত্ব নাট্যজন আঃ রশিদ মাস্টার এর ১৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বরণ সভা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে।( ২২ ডিসেম্বর) বৃহস্পতিবার বিকেল ৩ টায় বিক্রমপুর সিরাজদিখান সাহিত্য পরিবারের আয়োজনে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের দোসর পাড়া গ্রামের লালন সাইজীর আকড়া পদ্মহেম বটতলায় অধ্যাপক ডঃ মুহাম্মদ জমির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও আবৃত্তিকার উম্মে জ্বীনাত -ফেরদাউসী কুইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব খন্দকার আঃ রব, কবি, মুক্তিযুদ্ধা গবেষক ও মুক্তমঞ্ছ আবদুল্লাহ নোমান শামীম, বাউল শিল্পী আঃ লতিফ সরকার, মুন্সীগঞ্জ জেলা হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সুবির চক্রবর্তী, বিশিষ্ট কবি সৈয়দ হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ওমর ফারুক, উপজেলা শিক্ষক সমিতির সহ সভাপতি তরিকুল ইসলাম মাষ্টার, সাইফুল ইসলাম পিন্টু, জাহাঙ্গীর মাষ্টার, জেলা বিডি ক্লিনের বায়েজিদ খান সহ বিভিন্ন স্কুলে প্রধান শিক্ষক সহকারী শিক্ষক, মসজিদের ইমাম ও এলাকার গুনীজনরা উপস্থিত ছিলেন। পরে আঃ রশিদ মাস্টারের সন্তান আরিফ রশিদ সহ উপস্থিত সকালেই রশিদ মাস্টারের জীবন বৃত্তান্ত তুলে ধরেন। প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা রশিদ মাষ্টারের কর্মময় জীবনের উপর আলোচনা করেন। পাশাপাশি এই সমাজ ও দেশকে একটি শিক্ষিত জাতি গঠন রশিদ মাষ্টারের জীবন থেকে শিক্ষা নিয়ে কাজ করার আহ্বান জানান
Leave a Reply