মো আমির হোসেন ঢালি
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালাখানগর ইউনিয়নে দারুসসুন্নাহ ইসলামিয়া হাফিজিয়া দাখিল মাদরাসা ও এতিমখানা লিল্লাহ বোর্ডিং নির্মাণে জমি ভরাট কাজের উদ্বোধন ও আলোচনা সভা হয়েছে।
শুক্রবার বিকাল ৪টায় উপজেলার নাইশিং গ্রামের ছৈয়াল বাড়ির সংলগ্ন এলাকায় মাদ্রাসা নির্মাণে জমি ভরাট কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ।
আলোচনা সভার সভাপতিত্বে করেন দারুসসুন্নাহ ইসলামিয়া হাফিজিয়া দাখিল মাদরাসা ও এতিমখানা লিল্লাহ বোর্ডিং এর সভাপতি মাওলানা ওবায়দুর রহমান।
মালখানগর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. ফয়সালের সঞ্চালনায় উপস্থিত ছিলেন আলমাছ ছৈয়াল, রিপন ছৈয়াল, এম মুজিবুর রহমান, মো. মজিবর, আলি মাতবর, সাবেক ইউপি সদস্য মনির হোসেন, মুক্তার হোসেন, ইউপি সদস্য হযরত আলি খান, ইউপি সদস্য আবু সাইম শিকদার, ইউপি সদস্য আওলাদ হোসেন, হাশেম বেপারী, শেখ বাদশা, দেলোয়ার খান, মতিন ছৈয়াল, শাহিন ছৈয়াল, সাহাবুদ্দিন ছৈয়াল, সোহেল ছৈয়াল, নাইম ভুইয়া, জাহাঙ্গীর বেপারীসহ আরো অনেকে।
জানা গেছে, মাদরাসা নির্মাণের জন্য মালখানগর ইউনিয়নের নাইসিং গ্রামের মরহুম আনোয়ার হোসেন ছৈয়াল জমি দান করেন।
ভরাট কাজের উদ্বোধন শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দারুসসুন্নাহ ইসলামিয়া হাফিজিয়া দাখিল মাদরাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং এর সভাপতি মাওলানা ওবায়দুর রহমান।
Leave a Reply