খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন উপলক্ষে
সিরাজদিখানে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত
সালাহউদ্দিন সালমান।
খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদিখানে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের শুলপুর সাধু যোশেফ গির্জার হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সাধু যোশেফ গির্জার পাল পুরুহিত গির্জার ফাদার লিন্টু ডি কস্তার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মোস্তাফিজুর রহমান রিফাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান থানা ওসি এ কে এম মিজানুল হক। আরো উপস্থিত ছিলেন সিরাজদিখান প্রেসক্লবের সাবেক সভাপতি ইমতিয়াজ উদ্দিন বাবুল, কেয়াইন বিট কর্মকর্তা এসআই সাদ্দাম মোল্লা, কেয়াইন ইউপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য নয়ন রোজারিও, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি সাব্বির মোড়ল প্রমুখ। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনের অনুষ্ঠান নিয়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করা হয়।
Leave a Reply