স্টাফ রিপোর্টার: মিরকাদিম পৌর এলাকার সমন্বিত উন্নয়নের জন্য পৌরসভা উন্নয়ন পরিকল্পনা’ প্রণয়নের লক্ষ্যে ওয়ার্ড ভিশনিং হয়েছে। সোমবার বিকালে পৌরসভার ১ নং ওয়ার্ডের গোয়ালঘুর্নি সরকারী বিদ্যালয় মাঠে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আবদুস ছালাম। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র সহকারী কমিশনার ও মিরকাদিম পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো: শামীম মিঞা। এতে ১ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আব্দুল জলিলের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা একেএম বজলুর রশিদ,নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আলী, পিডিপি প্রণয়নের পরামর্শক আব্দুল্লাহ আল মামুন ও মো: মনির হোসেন, বীর মুক্তিযোদ্ধা এটিএম দেলোয়ার হোসেন মিলন,সাবেক কাউন্সিলর আব্দুল মজিদ, সহযোগী মো: আলাউদ্দিন দেওয়ান, সমাজ সেবক মো: মাহবুবুল আলম, সমাজ সেবক মো: ফালু মাদবর, ডা. রফিকুল ইসলাম, পৌরসভার উপ প্রকৌশলী আব্দুস সামাদ,উপ প্রকৌশলী বাপ্পি শাহরিয়া সহ অন্যরা। এর আগে সোমবার সকালে এনায়েত নগর কলেজ মাঠে মাঠে কাউন্সিলর আব্দুর রহিম বাদশার সভাপতিত্বে ৮ নং ওয়ার্ড ভিশনিং অনু্ষ্ঠিত হয়। এসময় পৌরসভার বিভিন্ন সমন্বিত উন্নয়ন ও পরিকল্পনা প্রণয়নের সার্বিক বিষয়ে আলোচনা করা হয়।
মিরকাদিম পৌরসভার গোয়ালঘুর্নি এলাকায় ওয়ার্ড ভিশনিং মতবিনিময়ের একাংশ। — সভ্যতার আলো
Leave a Reply