মোঃ সাগর হোসেনঃ
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলার পূর্ব সোনারং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মঙ্গলবার সকালে ২ হাজার পরিবারের মাঝে এ কম্বল বিতরণ উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি। উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান এমিলি পারভীনের উদ্দ্যেগে এ কম্বল বিতরণ করা হয়। এসময় টঙ্গীবাড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাফিজ আল আসাদ বারেক, সোনারং-টঙ্গিবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হোসেন লিটন, ক্রীড়া সম্পাদক লুৎফর রহমান হৃদয় সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।#
Leave a Reply