মো. আমির হোসেন ঢালি
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবিরের নিজ অর্থায়নে গরীব দুস্থদের মধ্যে একটি করে ১৫ শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় উপজেলার রশুনিয়া ইউনিয়ন
মাঠে এ কম্বল বিতরণ করা হয়।
নিজ হাতে কম্বল বিতরণ করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, রশুনিয়া ইউপি চেয়ারম্যান এড. আবু সাঈদ, রশুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সারোয়ারে আলম, রশুনিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জয়ন্ত ঘোষ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পারভেজ চোকদার পাপ্পু, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি সাব্বির মোড়ল।
এছাড়াও রশুনিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ইউপি সদস্য, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
কম্বল বিতরণ কালে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির বলেন, মুন্সীগঞ্জ-১ আসনের সিরাজদিখান উপজেলার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছি। বাকি এলাকাতেও কম্বল বিতরণ চলমান থাকবে।
Leave a Reply