স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের পূর্ব শিয়ালদী আদর্শ ক্লাব ও লাইব্রেরী’র ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ব্যাংক এশিয়া’র পৃষ্ঠপোষকতায় অসহায় ও মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
ইছাপুরা ইউপি চেয়ারম্যান সুমন মিয়া উপস্থিত থেকে এ-সব শীতবস্ত্র বিতরণ করেন।
এসময় তিনি সংগঠনের বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। এছাড়াও পৃষ্ঠাপোষকতার জন্য তিনি ব্যাংক এশিয়ার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
অনুষ্ঠানে সাধারণ সম্পাদক মুহাম্মদ ডালিম খান সংগঠনের ৬ বছরের স্মৃতিচারণ করেন। এছাড়া প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত মো. বাবুল মৃধাকে স্মরণ করেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। সভায় আরো বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম এবং সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুল্লাহ হাবিব। পরিশেষে ভারপ্রাপ্ত সভাপতি মো. মনিরুল ইসলাম বাচ্চু মোল্লা সকলের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং সংগঠনের পাশে থাকার উদাত্ত আহ্বান জানিয়ে সমাপ্তি ঘোষণা করেন।
Leave a Reply