স্টাফ রিপোর্টার: মুক্তারপুর সেতুতে ভুয়া গোয়েন্দা সংস্থার পরিচয় দিয়ে পথচারীর বডি সার্চ করা মোবাইল ছিনতাইকারী চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাত সাড়ে ৭ টায় মুক্তারপুর সেতুতে ভুয়া গোয়েন্দা সংস্থার পরিচয় দিয়ে পথচারীর বডি সার্চ করার সময় তাদেরকে আটক করে ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো: কামরুজ্জামান জুয়েল। আটককৃতরা হলেন মো: জিএম(১৮) মো: সাব্বির(১৭) মো: আরাফাত (১৭) ও শাওন ১৭)।
আটকৃতদের মুন্সীগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এবং এ ঘটনায় ৪ জনের বিরুদ্ধে ছিনতাই মামলা হয়েছে।মুন্সীগঞ্জ ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো: কামরুজ্জামান জুয়েলের জানান,মুক্তারপুর সেতুতে ভুয়া গোয়েন্দা সংস্থার পরিচয় দিয়ে পথচারীদের মোবাইল ছিনতাই করে এ চক্রের সদস্যরা।এসময় পথচারীরা আমাকে ঘটনাটি জানালে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় মামলা হয়েছে।
Leave a Reply