স্টাফ রিপোর্টার: মিরকাদিমে মুন্সীগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আ.লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের ৬৪ তম জন্মদিন উদযান করা হয়েছে। মিরকাদিম পৌরসভার উদ্যোগে বুধবার বেলা ১১ টায় পৌরসভা কার্যালয়ের সভাকক্ষে কেক কেটে এ জন্মদিন পালিত হয়। এতে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আবদুস ছালাম। এসময় সদর থানা আ.লীগের সাবেক প্রচার সম্পাদক ম.মনিরুজ্জামান শরীফের সঞ্চালনায় অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেয় পৌরসভার নির্বাহী কর্মকর্তা একেএম বজলুর রশিদ,নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আলী, হিসাব রক্ষণ কর্মকর্তা মো: শহিদুল হক,বাংলাদেশ ছাত্রলীগের সাবেক উপ আইন সম্পাদক আপন দাস, ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর আ: রহিম বাদশা, ১ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আব্দুল জলিল মাদবর,২ নং ওয়ার্ডের কাউন্সিলর আওলাদ হোসেন, কাউন্সিলর মোঃ আক্তার হোসেন, ৫ নং কাউন্সিলর মোহাম্মদ টুলু,৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ সোহেল মিয়া, ৯ ওয়ার্ডের কাউন্সিলর মো. মনির সোহেল, সংরক্ষিত কাউন্সিলর হাসিনা আক্তার,সংরক্ষিত কাউন্সিলর আসমা বেগম, ক্রিড়া সংগঠক আরিফ হিলালি সবুজ, সাবেক ছাত্রননেতা জাহাঙ্গীর আলম অপু,ভুবনগাড়া যুব কল্যান কেন্দ্রের সভাপতি ফারজান সুমন,যুবলীগ নেতা আব্দুল্লাহ সোহেল,জেলা ছাত্রীলীগের যুগ্ম সম্পাদক নয়ন তালুকদার, পৌর ছাত্রলীগের সভাপতি খালেদ মাহমুদ রকি, যুবলীগ নেতা অন্তর আমিন, ছাত্রলীগ নেতা সাইফ আকাশ, মো: রুহুল, হৃদয় হাসান ও সিয়াম মাদবর সহ অন্যরা। এসময় আলোচনায় বক্তারা মৃণাল কান্তি দাসের রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করে তার সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেন।
Leave a Reply